CBI-অধিকর্তার পদ থেকে আবারও অপসারিত অলোক বর্মা

এসবিবি : CBI- অধিকর্তার পদ থেকে আবারও অপসারিত অলোক বর্মা। শীর্ষ আদালতের নির্দেশে নিজের পদে ফেরার 24 ঘন্টার মধ্যে ফের সরে যেতে হলো বর্মাকে।

CBI প্রধান মনোনয়নের দায়িত্বপ্রাপ্ত প্যানেল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকে বসেন। বৈঠকের পরে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি, এই তিনজনের প্যানেলই স্থির করে CBI-প্রধান কে হবেন। প্রধানমন্ত্রী নিজে এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বৈঠকে ছিলেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছিলেন না। তাঁর প্রতিনিধি হিসেবে ছিলেন বিচারপতি এ কে সিক্রি। এই বৈঠকেই অলোক বর্মাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এখনও এই অপসারনের কারন জানানো হয়নি।

আরও পড়ুন- বুলন্দশহরে পুলিশ ইন্সপেক্টর খুনের ঘটনায় বিজেপি যুব মোর্চা নেতা গ্রেফতার