BSP-SP জোট নিয়ে মায়াবতী LIVE

এসবিবি : BSP-SP জোট ঘোষণা নিয়ে লখনউতে সাংবাদিকদের মুখোমুখি BSP-সুপ্রিমো মায়াবতী ও SP- সুপ্রিমো অখিলেশ যাদব। সাংবাদিক সম্মেলনে মায়াবতী যা বলেন –

1. আম জনতার স্বার্থে লড়বে BSP-SP জোট।

আরও পড়ুন –ফেসবুক থেকে নন্দিনী উধাও

2. এই জোট উত্তরপ্রদেশ থেকে বিজেপির কোনও প্রার্থীকে জয়ী হতে দেবে না।
3. BSP-SP একসঙ্গে লড়লে বিজেপিকে ঠেকানো সম্ভব হবে।

আরও পড়ুন – কেন TAPM দেখতে চাই?

4. আগামী লোকসভা নির্বাচনে BSP আর SP একজোট হয়ে লড়বে ।

5. বর্তমানের কেন্দ্রীয় সরকার অহংকারী।

6. দলিত, শোষিত ও সংখ্যালঘুদের হয়ে এই জোট কাজ করবে।

আরও পড়ুন – আজকের দিনে

7. 1993 সালে উত্তরপ্রদেশে জোট বেঁধেছিল BSP-SP । অর্থাৎ 25 বছর আগে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এই জোট। কাঁসিরাম আর মুলায়ম যাদব তখন এই জোটকে নেতৃত্ব দিয়েছিলেন। এই জোট সমাজের বেশিরভাগ অংশের প্রতিনিধি। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলে তাদের ভোট জোটের দিকে আসে না। এটা কংগ্রেসের পূর্ব পরিকল্পনাও হতে পারে।

আরও পড়ুন –“দ্য অ্যক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার”-এর মুক্তি নিয়ে উত্তাল গোটা রাজ্

8. উত্তরপ্রদেশে আসন সমঝোতা চূড়ান্ত।

9. 38 টি করে আসনে লড়বে BSP-SP। তবে, আমেথি ও রায়বেরেলিতে প্রার্থী দেবে না জোট। প্রসঙ্গত, এই দুই কেন্দ্রের প্রার্থী যথাক্রমে, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী

আরও পড়ুন –ব্রেকফাস্ট স্পোর্টস

10. কেন্দ্রে বিজেপি আর কংগ্রেস একই। দুই সরকারের আমলে একের পর এক কেলেঙ্কারি হয়েছে। কংগ্রেসের বোফর্স কেলেঙ্কারি। বিজেপির রাফাল ইস্যু নিয়ে বিরক্ত সাধারণ মানুষ। কংগ্রেসের সময় জারি ছিল ঘোষিত জরুরী অবস্থা। বিজেপির সময় চলছে অঘোষিত জরুরী অবস্থা। প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের ঘুম ওড়াবে আমাদের এই সাংবাদিক বৈঠক।

আরও পড়ুন –বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতির মৃত্যু

11. বিজেপিকে কোনও মূল্যেই ক্ষমতায় ফিরতে দেওয়া যাবে না। আটকাতে হবে।

12. বিরোধীদের উত্পীড়ন করছে মোদি সরকার।