
এসবিবি: সিবিআই থেকে সরানো হল রাকেশ আস্থানাকে। বদলি হলেন আরও তিনজন। এরমধ্যে আছেন অরুণ শর্মা, মনীশ সিনহা। রাকেশ আস্থানা ছিলেন স্পেশাল ডিরেক্টর। অলোক ভার্মার সঙ্গে তাঁর বিরোধ রাস্তায় নেমেছিল। ভার্মা ইতিমধ্যেই অপসারিত। আস্থানা স্বয়ং মোদীর আস্থাভাজন ছিলেন।
আরও পড়ুন –নিহতের স্ত্রীকে ক্ষতিপূরণে শর্ত প্রয়োজন কি না? কুণাল ঘোষের কলম