CBI-কর্তা নাগেশ্বর রাওকে বেনজির সাজা সুপ্রিম কোর্টের

এসবিবি : নজিরবিহীন!

এই প্রথম কোনও শীর্ষ CBI আধিকারিককে এভাবে শাস্তি দিলো সুপ্রিম কোর্ট। বিহারের মুজফফরপুর শেল্টার হোম মামলায়
CBI-এর প্রাক্তন অন্তর্বর্তী ডিরেক্টর নাগেশ্বর রাওকে কড়া সাজা দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। নির্দেশে বলা হয়েছে,
নাগেশ্বর রাও সজ্ঞানে আদালত অবমাননা করেছেন। দেশের শীর্ষ আদালত এই অপরাধে দু’টি শাস্তি তাঁকে দিয়েছে। প্রথমটি, নাগেশ্বরকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং দ্বিতীয়টি, মঙ্গলবার যতক্ষন আদালত চালু থাকবে, ততক্ষণই এজলাশের এক কোণে বসে থাকতে হবে নাগেশ্বরকে। এমনই কড়া নির্দেশ সর্বোচ্চ আদালতের।

আরও পড়ুন-ফেসবুকে হাতে লেখা কবিতা পোস্ট করলেন কবি মমতা বন্দ্যোপাধ্যায়