
এসবিবি : NRS-এ চিকিত্সা করাতে এসে কুকুরে কামড়ালো আট বছরের কিশোরকে। এরপর আহতকে অন্যত্র স্থানান্তরিত করে দায় সারলো হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই অভিযোগ করেছে ওই কিশোরের পরিবার। তারা আরও জানায়, ভ্যাক্সিনের অভাবে প্রাথমিক চিকিত্সাটুকুও দিতে রাজি হয়নি হাসপাতাল।
আরও পড়ুন –ঘুষ নেওয়ার অপরাধে CBI গ্রেফতার করল ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাকে
বেশ কিছুদিন ধরেই অসুস্থ মুর্শিদাবাদের ওমর শেখ। বুধবার চিকিত্সার জন্য তাকে NRS হাসপাতালে নিয়ে আসা হয়। ওষুধের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন ঘটেছে ঘটনাটি। হাসপাতাল চত্বরে 4-5টি কুকুরকে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীরা।
আরও পড়ুন –পুলিশ পদক কেড়ে নিয়ে দেখান, মোদিকে চ্যালেঞ্জ মমতার