Breaking: পুজোয় আয়কর নোটিস নয়, জানাল অর্থমন্ত্রক

পুজোকমিটিগুলিকে আয়কর নোটিস নিয়ে বিতর্ক প্রসঙ্গে আয়কর দপ্তর জানালো এই প্রচার ভিত্তিহীন। এ বছর কোনো নোটিস হয় নি। পুজোর সঙ্গেও এর সম্পর্ক নেই। পুজো সংক্রান্ত কিছু কন্ট্রাক্টরের কর নিয়ে সমস্যা হয়েছিল। তাই টিডিএস বিভাগ গতবার এই বিষয়ে জানতে চেয়েছিল কিছু কমিটির কাছে। এরপর এ বছর এ সংক্রান্ত একটি কর্মশালা হয়। তাতে আটটি পুজো কমিটি অংশ নিয়ে গেছে। গোটা বিষয়টি কিছু বড় ডেকরেটর বা আনুষঙ্গিক কন্ট্রাক্টরের কর সংক্রান্ত। পুজো কমিটির নয়। এ নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।

আরও পড়ুন-পুজোয় আয়কর নোটিসের প্রতিবাদে তৃণমূলের ধরণা জমজমাট